মোশাররফ হোসেন:দেড় বছর পর পরিচ্ছন্নতা শেষে কানাডার স্কুল খুলেছে। তবে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
অন্যদিকে কানাডার সীমান্ত ও বিমান চলাচল খুলে দেয়ার পর করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বাজার ও অফিস সমূহের বাধ্যবাধকতা ক্রমশঃ শিথিল করা হচ্ছে।
ইতিমধ্যে কানডার ফেডারেল নির্বাচন এগিয়ে আয়োজন করার পর নির্বাচনী প্রচারণা এখন তুংগে। ২০সেপ্টেম্বর নির্বাচনের জন্য লিবারেল পার্টির জাস্টিন টুরোডো, কনজারভেটিভ পার্টির ও তুলি, এনডিপির জগমিৎ সিং বিভিন্ন প্রদেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অন্টারিও প্রদেশের লন্ডনে প্রচারণা চালানোর সময় জাস্টিন টুরোডোর বাসে কতিপয় মানুষ ঢিল ছোঁড়ার পর সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এনরনের ঘটনা কানডায আগে কখনও ঘটেনি বলে টরনটো এসটার ও গ্লোব এন্ড মেইল পত্রিকার রাজনৈতিক রিপোর্টাররা অভিমত ব্যক্ত করেছে।