ত বুধবার ১৪ অক্টোবর বিকেল ৫ টায় মাহি কথা চিত্রের ব্যানারে “কি করে বলবো প্রিয়তমা” ছায়াছবির মহরত অনুষ্ঠিত হলো এফডিসির প্রযোজক সমিতিতে।
সামাজিক,রোমান্টিক ও কমেডি ধাপের ছবি “কি করে বলবো প্রিয়তমা’ চলচিত্রের কাহিনীও সংলাপ লিখেছেন জামান আক্তার। সিনেমাটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। এতে অভিনয় করছেন মিষ্টি মেয়ে মিষ্টি জান্নাত,প্রিয়াঙ্কা জামান,নাদিম,রাজ নিলয়,আশরাফ সুপ্ত সহ আরো অনেকে।
আগামী ১৮ অক্টোবর রবিবার থেকে জাফলং,সিলেট ও ঢাকার আশে পাশে ছবির স্যুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা। দীর্ঘ বিরতির পর সিনেমার অভিনয়ে ফিরছেন মিষ্টি জান্নাত।
সিনেমার বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, “কি করে বলবো প্রিয়তমা” সামাজিক ও রোমান্টিকতা নিয়ে চমৎকার একটি গল্প। ছবিটিতে আমার চরিত্র কেন্দ্রিক অভিনয় ফুটিয়ে তোলার মত অনেক জায়গা আছে।
ছবিটি অবশ্যই দর্শক নন্দিত হবে জানিয়ে মিষ্টি জান্নাত পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে দর্শকদের ছবিটি দেখার অনুরোধ জানান।
মহরত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি জনাব খোরশেদ আলম খসরু,সাধারন সম্পাদক জনাব সামসুল আলম, সাংস্কৃতিক সম্পাদক জনাব খোরশেদ খান হিমেল, বিশিষ্ট প্রযোজক ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সহ প্রযোজক,পরিচালক ও কলা-কুশলী বৃন্দ। এ ছবিতে নৃত্য পরিচালনা করছেন ইমদাদুল হক খোকন,সংগীত পরিচালনায় শরীফ আহমেদ। চিত্র গ্রহনে রয়েছেন মোঃ কাইয়ুম।