নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চলাকালে ভোটকেন্দ্রে হামলা ও দখলের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। এসময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছেন, বড়চাড়িগাও গ্রামের ওলি উল্যাহর ছেলে জহির উদ্দিন (২৫) ও একই গ্রামের আবদুল গফুরের ছেলে শাখাওয়াত হোসেন (২৮)।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) দীপক জ্যোতি খিসা দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোট গ্রহণের শেষ পর্যায়ে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের বাইরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে দু’জনকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার।