1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 17, 2025, 7:32 am

খুলনায় র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার : গ্রেপ্তার ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২০
  • 253 বার পঠিত

খুলনা প্রতিনিধিঃ র‌্যাবের অভিযানে খুলনার ডুমুরিয়া থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) উদ্ধার করা হয়েছে। কিশোরী বাগেরহাটের রামপাল থেকে গত ১৯ অক্টোবর অপহৃত হয়েছিল। গত বুধবার রাতে খুলনার ডুমুরিয়া থানাধীন রানাই (পালপাড়া) গ্রামের জনৈক মনা পালের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এসময় এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ বৃহস্পতিবার র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত বুধবার এক নারী র‌্যাব-৬ এর অধিনায়কের নিকট অভিযোগ করে আনুমানিক সাড়ে ১১ টায় বাগেরহাট জেলার রামপাল থানাধীন বড় কাটালী গ্রামস্থ নিজ বসত বাড়ির সামনে থেকে ঐ কিশোরীকে জোর করে কয়েকজন লোক অপহরণ করে মোটরসাইকেলে নিয়ে দ্রুত চলে যায়।

এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে গত ২০ অক্টোবর সাতক্ষীরার আশাশুনির সুভদ্রাকাটি এলাকার ইয়াছিন সানার ছেলে ইলিয়াস সানা (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারপর র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং মামলার ১ নং আসামী ইলিয়াস সানাকে (৩৫) গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park