1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 12, 2025, 7:43 am
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কাজে বিশ্বব্যাংকের সহায়তা পুনর্ব্যক্ত এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু ডিগ্রি পেতে কানাডা পাড়ি, তারপর ‘উধাও’ ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই আমাদের মঙ্গল: সুপ্রদীপ চাকমা রঙ করে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবুরের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না: সিইসি সোনা পাচারের সময় বেবিচকের নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

গাজায় সেনা পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
  • 7 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাজধানী ওয়াশিংটনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন— গাজা উপত্যকা দখল করবে যুক্তরাষ্ট্র এবং নিকট ভবিষ্যতেই তা ঘটবে। এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, গাজা দখলের জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তার রয়েছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “গাজার ক্ষেত্রে, যা প্রয়োজন হয়—আমরা করব। যদি এটির (সেনা পাঠানো) প্রয়োজন হয়, আমরা করব। আমরা ভূখণ্ডটিকে উন্নত করতে চাই এবং আমাদের দখলে আনতে চাই; এক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেসব নেওয়া হবে।”

“গাজায় হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ভূখণ্ডটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সেটিকে ভূখণ্ডকে এমনভাবে আমরা পুনঃনির্মাণ করব যে পুরো মধ্যপ্রাচ্য গাজার জন্য গর্ব অনুভব করবে।”

প্রসঙ্গত, গাজা দখলের জন্য মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সেনা পাঠানোর পরিকল্পনা বিশেষভাবে লক্ষ্যণীয় একটি বিষয়, কারণ ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধের জন্য মার্কিন সেনাদেরকে বিদেশে পাঠানো বন্ধ করা হবে।

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার ওয়াশিংটনে গিয়েছেন নেতানিয়াহু। যে সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বক্তব্য দিয়েছেন, সেখানেও ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন তিনি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসান দেখতে চান তিনি।

“হত্যাকাণ্ড শুরু হলো এবং তার সঙ্গে অন্যান্য সমস্যাও শুরু হলো এবং দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের পর আপনি দেখলেন, যেখান থেকে আপনি শুরু করেছিলেন— এখনও সেখানেই আছেন। আমরা চাই না বার বার এর পুনরাবৃত্তি হোক।”

“আমার মনে হয় সামনে আমরা মহান কিছুর রক্ষক হতে যাচ্ছি, এমন কিছু, যা খুবই শক্তিশালী, খুবই দৃঢ় এবং শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য খুব, খুব মঙ্গলজনক।” সূত্র : সিএনএন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park