মোশাররফ হোসেন: চট্টগ্রামের সাংস্কৃতিক রাত, টরনটো বাজিমাৎ। এর বিশদ বিষয় বলতে গেলে মনে হয় ,কাল সারারাত ছিল সপনেরও রাত ।
চট্টগ্রাম এসোসিয়েশন কানাডা ইনক এর চট্টগ্রাম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিলে রেল সাইড , টরনটো প্যাভিলিয়ন এক সপনিল আবহাওয়া তৈরি করেছিল । শত শত চট্টগ্রামবাসি মেলা থেকে নারী পুরুষ শিশু কিশোর কিশোরীদের কেনাকাটা ও রকমারি খাবার, চা কফির কাপে চুমুক দিয়ে গল্পের দৃশ্য ছিল আবেগে ভরপুর ।
আবার ১১০০ আসনের মিলনায়তনে ২০২২-২৩ কার্যকরী কমিটির শপথ গ্রহণ, নাচ ,গান সম্মান প্রদর্শন মিলে এক মোহনীয রূপ লক্ষ্য করা গেছে ।
অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে, বিচে স অব ইস্ট ইয়র্ক ফেডারেল সাংসদ নাথানিয়েল এরিকসন ইসমিত
, এসকারবোরো সাউথওয়েসট এলাকার অন্টারিও সংসদ ডলি বেগম চট্টগ্রামবাসীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে টরনটোর অন্যতম বলে অভিহিত করেন । এটা কানাডার বহুজাতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করবে ।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হৈমন্তী রক্ষিত দাস, নিউইয়র্ক থেকে আসা শাহ মাহবুব, টরনটোর সুমিত, রুবেল ইউসুফ, মুক্তা পাল এর গানে গানে মেতে ওঠে মিলনায়তন। কবিতা আবৃত্তি করেন ঊর্মি ।অনুষ্ঠান পরিচালনা করেন সব্যসাচী চক্রবর্তী, কানিজ ফাতেমা ।
সকল স্পনসরকে দেয়া হয়েছে শুভেচ্ছা সারক।
তবে হৈমন্তী রক্ষিত দাস ও শাহ মাহবুব এর গান সকলকে এক সপনের রাত নিয়ে যায়। সুকন্যা নৃত্যাংগন বাংলাদেশের গানের মূর্ছনায় নৃত্য সবাইকে মাতিয়ে রাখে ।
হৈমন্তীর ,আবার এল যে সন্ধ্যা, শুধু দুজনে,, সহ একাধিক আধুনিক গান সবাইকে মোহিত করে ।
শাহ মাহবুব এর ও ভাই আ৺রা চাটগাইযা নওজোয়ান,, বা৺শখালী, মহেশখালি ,, তোরা খন খন যাবি আ৺র সামপানে,, গানের ডালি নিয়ে মধ্যরাতে বাড়ি ফেরেন শত শত চট্টগ্রামবাসি। এভাবেই ভাঙলো চট্টগ্রাম বাসীর মিলনমেলা ।