নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর নির্বাচন আগামী ০১ অক্টোবর ০৯ ডওস রোড ইস্ট ইয়র্ক রয়াল লিজিয়ন হলে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
টরেন্টো, অটোয়া, হেমিলটন অসওয়া সহ কয়েকটি শহরের প্রায় তিন শত সদস্য ভোট দেবেন বলে জানা গেছে।
এসোসিয়েশনের কলেবর যেমন বেড়েছে তেমন সদস্য বেড়েছে।
এবারের নির্বাচনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি,কেন বাংলা টেলিভিশনের সিইও ( বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হুমায়ুন কবির এবং চাকসুর সাবেক সহ আপ্যায়ণ সম্পাদক ও রিয়েলেটর শফিউদ্দিন আহমেদ সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন। আবার টরেন্টোর ডিস্ট্রিক্ট ইস্কুল বোর্ডের শিক্ষক (বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক) হাসান তারিক ও চাকুরীজিবী (বর্তমান কমিটির সদস্য) খোরশেদুল আলম খান সাধারণ সম্পাদক পদে প্রতিন্দ্বন্ধিতা করছেন। কোষাধক্ষ পদে রাজিব কুমার ঘোষ বিনা প্রতিন্ধ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।
রোববার বিকেলে সংগঠনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোশাররফ হোসেন, নির্বাচন কমিশনার এমদাদুল হক, রূপন কান্তি দাস এর কাছে সকল প্রার্থী তারা তাদের মনোনয়ন পত্র জমা দেন। এসময় বর্তমান সভাপতি ডঃ এ এম তোহা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং সংগঠনের সাবেক কর্মকর্তাবৃনদ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের নির্বাচন হবে জমজমাট।