মোশাররফ হোসেনঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন (ইন্না-লিল্লাহ ওয়া ইলাহি রাজিউন)। শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকার গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজী সাহেল উদ্দিনের ছেলে সালেহিন তানভীর গাজী। তিনি বলেন, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় গতকাল উনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছিল। আইসিইউ থাকা অবস্থায় তিনি আজ শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
এর আগে গত ২১ জুলাই থেকে করোনার উপসর্গে ভুগছিলেন ড. গাজী সালেহ উদ্দিন। পরে করোনার নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর গত ৩০ জুলাই তাকে চিকিৎসার জন্য ঢাকার গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের প্রগতিশীল বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে তার লেখা বইয়ের তথ্যকে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল।
তাঁর নামাজে জানাজা চট্টগ্রামে পাহাড়তলীতে আমবাগান জামে মসজিদের সামনে ও ফেনীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় । আমবাগানে তাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয় । পরে ফেনীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ অনুপম সেন, আমেরিকা প্রবাসী সমাজবিজ্ঞানী ও ইলিনয় বিশ্ববিদ্যালয় ও ভালদসতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ মিজানুর রহমান মিযা, বানদরবান বিশ্ববিদ্যালয় উপাচার্য ডঃ ইমাম আলীসহ দেশে ও বিদেশের শিক্ষকবৃনদ এবং চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ, সাধারণ সম্পাদক ডঃ জমির চৌধূরী, ভিপি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন ।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই বাংলাদেশ, সমাজতত্ত্ব বিভাগ, সমাজতত্ত্ব সমিতি, বিশ্ববিদ্যালয় এলামনাই নর্থ আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপের সকল নেতৃবৃন্দ, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক, ও রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।