মোশাররফ হোসেন: চাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম জিলানি চৌধূরী আর নেই। শনিবার মাগরিবের নামাজের পর আকস্মিক অসুস্থ হয়ে ইসলামিয়া হাসপাতালে তিনি মারা যান (ইননালিলাহে,,, রাজিউন )। মৃত্যুর আগে সারাদিন তিনি অফিস করেন।
আজ রোববার সকাল ১১টার সময় তাঁর প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে অনুষ্ঠিত হবে বলে চবিয়ান বাংলাদেশ একাংশের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধূরী ফোনে জানিয়েছেন ।
পরবর্তীতে নোয়াখালির চাটখিলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
বাংলাদেশের চবিয়ান ও বিদেশে বসবাসকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী , নর্থ আমেরিকা, কানাডা, ইতালি, সুইডেন, ইংল্যান্ড সহ সকল চবিয়ান তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
গোলাম জিলানি চৌধূরী চবিয়ান বাংলাদেশ একাংশের সভাপতি ও জাসদ নেতা ছিলেন ।তিনি চাকসুর ১৯৭৪-৭৫ ছাত্র-ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক ছিলেন ।