পশ্চিমা জোট ও এর ঘনিষ্ঠ মিত্রদের আরও দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হবে। এতে করে তারা চীনের উত্থান মোকাবেলা করতে সক্ষম হবে। এক বক্তৃতায় এসব কথা বলেন ন্যাটোর প্রধান জেন্স স্টোলেনবার্গ।
তিনি বলেন, অ্যাটলান্টিক মহাসাগরের আশপাশে ন্যাটোর যেই জোট আছে তার অপর চীনা উত্থানের হুমকি আছে। শুধু তাই নয় জোটভুক্ত সদস্যদের নিরাপত্তাও আছে হুমকিতে। এসব মোকাবিলায় ন্যাটোর উচিত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও দৃঢ় সম্পর্ক স্থাপন করা।
ন্যাটো প্রধান বলেন, চীন ও রাশিয়া নতুন একটি পদ্ধতির প্রয়োগ করেছে যাতে শুধু তাদেরই ফায়দা হবে। যা পশ্চিমা জোট ও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য মোটেও ভালো কিছু নয়। তাই দ্রুত এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।