সীমান্ত উত্তেজনার মাঝে চীনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে ভারত। কারণ মালাবার নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া।
সোমবার ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়াকে এই আমন্ত্রণ জানানো হয়।
সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ দিকে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে আরব সাগর ও বঙ্গোপসাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে।
এর আগে চলতি মাসের শুরুতে টোকিওতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাৎসরিক এই মহড়ায় অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করা হবে কি না তা নিয়ে আলোচনা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সাল থেকে মালাবারে দ্বিদেশীয় নৌ মহড়া চালিয়ে আসছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে এতে যোগ দেয় জাপান। তাতে তীব্র আপত্তি জানায় চীন। বেইজিং মনে করে যে, এই মহড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবের বিরুদ্ধে লড়াই করার এক প্রচেষ্টা।