সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারে চার উপদেষ্টা। শনিবার (১৭ আগস্ট) বিকেলে স্মৃতি সৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
তারা হলেন, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরে শহীদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।