জার্মানির রাজধানী বার্লিনে আগামীকাল শুক্রবার থেকে রাত্রিকালীন গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। করোনার তৃতীয় ঢেউ থামাতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৭৬ হাজার ৫৪৩ জন।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জার্মানিতে আবহাওয়া উষ্ণ হতে শুরু করেছে। বার্লিনের নাগরিকরা পিকনিক এবং পার্টিতে মেতে উঠছে। উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, গত মাসে স্কুলগুলি ধীরে ধীরে খুলে দেওয়ার পরে করোনা ভাইরাস তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে, করোনার টিকাদান কর্মসূচির ক্ষেত্রে ধীর গতির পরিপ্রেক্ষিতে দেশটির চ্যান্সেলর ম্যার্কেল বলেন, করোনা ভাইরাসের অন্যান্য মারাত্মক সংস্করণ ছড়িয়ে পড়ার আগে টিকাদানের গতি বাড়ানো অত্যন্ত জরুরি৷ তার মতে, এ ক্ষেত্রে ‘সময়ের বিরুদ্ধে যুদ্ধ’ চালাতে হবে৷ প্রাথমিক দুর্বলতা সত্ত্বেও এবার টিকার সরবরাহ বাড়বে বলে তিনি আশ্বাস দেন৷