মোশাররফ হোসেন: কাবুল সরকার পতনের পর তালেবান দখলে জীবন ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের আশ্রয় দেবে কানাডা।
কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেনডিসনো এ তথ্য জানিয়ে বলেছেন, আফগানিস্তানে ভিন্ন মতাবলম্বী ও কানাডা দূতাবাসে কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এজন্য যুক্তরাষ্ট্র ও বৃটিশ সেনাবাহিনীর পাশাপাশি কানাডার কমান্ডোবাহিনী বর্তমান কাবুল অবস্থান করছেন।
তিনি আরও জানান, মানবতাবাদী কর্মী, দোভাষী, সাংবাদিক সহ কর্তব্যরত সকলের সংগে যাদের জীবন ঝুঁকি রয়েছে তাদের ফিরিয়ে আনা হবে। এ সংখ্যা কযেক হাজার হবে। এজন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হবে।