স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার পর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে নিয়মিত মুখ ছিলেন তিনি মুমিনুল ইসলাম।
ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় অনুশীলনে নেই মুমিনুল
এই মারাতক ডায়রিয়া টাইগার অধিনায়ক কিছুটা কাবু হয়ে যায় ।তারপর অনুশীলন বন্ধ করেন। চিকিৎসা নিয়া এখন সুস্থ বোধ করলেই অনুশীলনে ফিরবেন তিনি।
মুমিনুল বলেছেন এর মাঝে একদিন গেছিলাম। ব্যাটিং করার পর খুব ক্লান্ত লাগছে। এখন ভালো হলেই যাব। অন্তত ব্যাটিং করতে যাব।
মুমিনুলকে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক জানান ওর ডায়রিয়া হয়েছে। তাই অনুশীলনে আসতে নিষেধ করেছি। ডাক্তারের পরামর্শে অনুশারে ওষুধ খাচ্ছে। সুস্থ হলেই অনুশীলনে যোগ দেবেন মুমিসুল