সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মন্ত্রিসভা থেকে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০-এর খসড়া অনুমোদন দেয়া হয়। নীতিমালা অনুযায়ী যেসব ড্রোন পাঁচ কেজি ওজনের নিচে এবং বিনোদনের জন্য বা বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার করা হয় সেগুলো উড্ডয় করতে অনুমতি লাগবেনা। তবে ৫০০ ফুটের ওপরে উঠাতে চাইলে নিতে হবে অনুমতি। আর এই অনুমতি কে দিবে সেই বিষয়টি নতুন নীতিমালা অনুযায়ী সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দেবে।
ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এসময় তিনি আরো জানান, ড্রোন নীতিমালা অনুযায়ী অবাণিজ্যিক ও বাণিজ্যিক হলে ড্রোন ব্যবহারে অনুমতি লাগবে। আর রাষ্ট্রীয় ও সামরিক কাজে ব্যবহারের জন্য অনুমতি লাগবে না।
মন্ত্রিপরিষদ সচিব জনান, প্রতিবছর ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদ্যাপন করার সিদ্ধান্ত হয় এবং দিনটি মন্ত্রিপরিষদের এ–সংক্রান্ত পরিপত্রের `ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, করোনার কারণে এখন কেন্দ্রীয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়ার মতো অবস্থা নেই। সংশ্লিষ্টরা যার যার বিষয়ে সিদ্ধান্ত নেবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।