বিজয়ের ৫০ বছরেও দেশের মানুষের বৈষম্যের অবসান হয়নি, দলীয় বিবেচনায় ব্যবসা ও চাকরির সুযোগ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জুড়াইনে স্বাধীনতা দিবস ও পতাকা মিছিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদেরের নেতৃত্বে জুরাইন রেলগেট থেকে ওই পতাকা মিছিল বের করা হয়। পতাকা মিছিলে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাসহ জাতীয় পার্টির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পতাকা মিছিলের আগে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় নির্বাচনের মতো ইউপি নির্বাচনেও সরকার দলীয় নেতাকর্মীরা অরাজকতা সৃষ্টি করছে।
বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন জিএম কাদের।