নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে দুই চাচার ঝগড়া থামাতে গিয়ে জখম হওয়া ভাতিজা ফরিদুল ইসলাম মৃত্যুবরণ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার উত্তর বাকরা গ্রামের বাসিন্দা দুই ভাই মোহাম্মদ মিন্নতি ও মান্নত ঝাঁড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইজনে ঝগড়া শুরু করে। দুই চাচার এ দ্বন্দ্ব থামাতে গেলে ভাতিজা ফরিদুল জখম হন। পরে তাকে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
এ ঘটনায় নিহতের চাচা মান্নত বাদী হয়ে চারঘাট থানায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি শিবলি আল মেহেদিকে গ্রেফতার করেছে পুলিশ।