করোনার কারণে আটকা পড়ো এমন প্রবাসীদের আজ ৩০০ টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। টিকিট বাবদ কোনো ফি নতুন করে দিতে হচ্ছে না তাদের।
আজ সকাল ৯ টা থেকে টিকিট বিক্রি শুরু। আগে টিকিট কেটে রাখা ডি এবং ই সিরিয়ালধারীদেরই নতুন টিকিট দেয়া হচ্ছে। এছাড়া, আগে সিরিয়াল থাকলেও যারা নিতে পারেননি তাদেরকেও দেয়া হচ্ছে টিকিট।
সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো যারা টিকিট পাননি তাদের জন্য রোববার থেকে নতুন টোকেন ছাড়া হবে। প্রতিদিন ৪০০ জনকে দেয়া হবে টোকেন। যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষের দিকে তাদের টিকেটে অগ্রাধিকার দেয়া হবে।এদিকে, সকাল থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলের রয়েছে টিকিট প্রত্যাশীদের ভিড়। যারা টোকেনও পাননি তারা খোঁজ নিচ্ছেন কবে পাওয়া যাবে।