হাটহাজারী থানার ওসির অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে হাটাহাজারী থানার পুলিশ মাদরাসার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে।
রবিবার (২৮ মার্চ) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে এক সংবাদ সম্মেলনে জুনায়েদ বাবুনগরী এসব অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, পুলিশের হামলায় হাটহাজারীর মাদরাসার যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
বাবুনগরী আরও বলেন, আমরা সকলে শান্তিপূর্ণ হরতাল পালন করছি। এই হরতালে তারা অংশ নিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই। একই সঙ্গে এই হরতালকে কেন্দ্র করে উসকানিমূলক কাজ করা যাবে না। হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেয়া হবে।
বাবুনগরীর দাবি, ‘তৌহিদী জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। প্রশাসনকে বলবো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উসকানিমূলক কাজ করবেন না। হরতাল শেষে হেফাজতের শুরা কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান জুনায়েদ বাবুনগরী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বিক্ষোভে চারজন নিহতের ঘটনায় রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।