ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বুধবার (৩১ মার্চ) সেনা, নৌ ও বিমানবাহিনীর নতুন প্রধানের নাম ঘোষণা করেছেন। তাদের পূর্বসূরিরা সরে দাঁড়ানোর কথা জানানোর একদিন পর তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জান যায়,ব্রাজিলের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার ব্রাগা নাতো এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেনা জেনারেল পলো সার্গিও নগুইরা ডি অলিভিরা, নৌ অ্যাডমিরাল অলমির গার্নির ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার কার্লোস অলমিদা বপতিস্তা জুনিয়রকে পরিচয় করে দেন।
ব্রাগা নাতো বলেন, নতুন নিয়োগ পাওয়া এ তিনজনই দেশ রক্ষা, সাংবিধানিক শক্তি ও গণতান্ত্রিক স্বাধীনতার নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে তাদের সাংবিধানিক মিশনের প্রতি বিশ্বস্ত থাকবেন।
কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় কঠোর সমালোচনার মুখে বোলসোনারো তার প্রধান স্টাফ, অ্যাটর্নি জেনারেল এবং সশস্ত্র বাহিনীর প্রধানগণসহ পররাষ্ট্র, প্রতিরক্ষা ও আইনমন্ত্রীকে সরিয়ে দিয়ে তিনি সরকারে ব্যাপক রদবদল করেন। এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে গত সপ্তাহে তিনি তার চতুর্থ স্বাস্থ্যমন্ত্রীকে নিয়োগ দেন।