মোশাররফ হোসেন: গোলাম রব্বানি ছোটন ।একসময় ছিলেন ইয়ংম্যান ফকিরেরপুল ক্লাব ঢাকার মধ্যমাঠের খেলোয়াড় ।তখন তার কোচ ছিলেন বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন । সেই ছোটন যখন কোচিংয়ে যুক্ত হন, তখন তাকে মেয়েদের ফুটবল কোচ হিসেবে দায়িত্ব দেন সালাউদ্দিন । জাতীয় দল গঠন ও প্রশিক্ষণ দেখতেন বাফুফের প্রয়াত সহ সভাপতি ও আদর্শবান সাবেক জাতীয় ফুটবলার বাদল রায।
নিরাপদ অথচ পরিশ্রমী ছোটন বাংলাদেশ ঘুরে ফুটবলে আগ্রহী মেয়ে খেলোয়াড় খুঁজে বের করেন। সাথে ছিল মহিলা সংগঠক কিরণ ।যিনি এখন বিশ্ব ফুটবল সংস্থা ফিফার মহিলা শাখার সংগঠক। বাফুফের সংগঠক আমীরুল ইসলাম বাবু সহ মেয়েদের টিম বাংলাদেশ দলটির দীর্ঘ অনুশীলন ও খেলার বেয়াবসথা করে বাফুফে ।তবে ফতোয়াবাজদের চোখ রাঙানি এড়িয়ে সাবিনা ,কৃষ্ণা রুপা।চাকমা, সানজিদাদের তিল তিল করে গড়ে তুলেছেন ছোটন।
তাই সাফ ট্রফি শুধু নয়, গোল্ডেন বুট ও সর্বাধিক ৮গোল করে পুরস্কার পান অধিনায়ক সাবিনা খাতুন । সংগে পরিচ্ছন্ন দলের পুরস্কার । এজন্য বাংলাদেশ দলের সকল খেলোয়াড় ও কোচ ছোটনকে অভিনন্দন।