রাজধানীর নীলক্ষেতে বই মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নীলক্ষেতের শাহজালাল মার্কেটে আগুন লেগেছে। ওই মার্কেটে অনেকগুলো বইয়ের দোকান আছে। খবর পেয়ে সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন।