পটুয়াখালী প্রতিনিধি: দেশব্যপী ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে পটুয়াখালীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহিলা কলেজ সংলগ্ন সড়কে ঘন্টাব্যপী অনুষ্ঠিত এ কর্মসূচীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ ছাত্রী অংশগ্রহন করেন।
কর্মসূচীতে বক্তারা ধারাবাহিক ধর্ষণ, নারীর প্রতি নির্যাতন, সহিংসতা, নিপীড়ন ও সামাজিক যৌন হয়রানির বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদের সচেতন হবার দাবী জানান। এসময় ঘরের বাইরে স্বাভাবিক পরিবেশে চলাচলের নিরাপত্তার গ্যারন্টি চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।স্থানীয় সেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ এ্যালাইন্স অফ পটুয়াখালী (ইয়াপ)এর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
এদিকে শহরের বঙ্গবন্ধু চত্বরের সামনে একই দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতা- কর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন তাদের সাথে একাত্বতা প্রকাশ করে দোষীদের বিচার দাবী করেন।