মোঃ হুমায়ন কবির পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের বিঘাই দোন খাল জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খাল খনন ও সুফলভোগী গ্রুপ গঠনে অনিয়মের প্রতিবাদে খালের তীরবর্তী এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছে।ঘন্টাব্যাপী একর্মসূচীতে এলাকার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন, সাবেক ইউপি সদস্য খন্দাকার জিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামিম আল মামুন ও রাসেল মৃধাসহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ লকডাউনে কী কী খোলা থাকবে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বক্তরা এসময় পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট প্রভাবশালী অবৈধ দখলদারের হাত থেকে খালমুক্ত করে খালতীরবর্তীদেরকে নিয়ে সুফলভোগী গ্রুপ গঠনের জোর দাবী জানান।
এছাড়াও ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামন মজনু মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।