আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানদের ২০তম সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডন অনলাইন।
আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো অবশ্যই তাদের রক্ষা করতে হবে। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার, যেখানে সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। আর তা আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সব আফগান নাগরিকদের অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যেন যুদ্ধবিধ্বস্ত দেশটি আবারও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত না হয়।’
তিনি আরও বলেন, ‘আফগান যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে পাকিস্তানকে। তাই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটি স্থিতিশীল, সার্বভৌম এবং সমৃদ্ধ আফগানিস্তানের জন্য সমর্থন অব্যাহত রাখবো।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের চলে যাওয়া এবং তালেবানের ক্ষমতা গ্রহণ সেখানে নতুন বাস্তবতা তৈরি করেছে। যা রক্তপাত, গৃহযুদ্ধ ও শরণার্থীর ঢল ছাড়াই হয়েছে। এটা সবার জন্য স্বস্তিদায়ক ব্যাপার হওয়া উচিত।’