পাকিস্তান অপরাজিত থেকেই সেমিতে। স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সুপার টুয়েলভে অপরাজিত থেকেই সেমি ফাইনালে উঠল পাকিস্তান। প্রথমে ব্যাট করা পাকিস্তানের ১৮৯ রানের জবাবে ১১৭ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।
পাকিস্তানের দেওয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে স্কটল্যান্ড। দলের ২৩ রানেই কোয়েৎজারকে বোল্ড করে উইকেটের সূচনা করেন হাসান আলি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন বেরিংটন (৫৪)।
এদিকে পাকিস্তানি বোলাররা দারুণ বোলিং করে। ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন শাদাব খান। এছাড়াও শাহীন আফ্রিদি এবং হাসান আলি পেয়েছেন একটি করে উইকেট।
এর আগে শোয়েব মালিকের ব্যাটিং তাণ্ডবে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাকিস্তানের অধিনায়ক (৬৬) বাবর আজম। এছাড়াও শোয়েব মালিক করেন অপরাজিত ৫৪ রান। লোকেশ রাহুলের সাথে যৌথভাবে এবারের সবচেয়ে দ্রুত ফিফটি (১৮ বলে) করেছেন মালিক। শোয়েবের ইনিংসটি ৬টি ছক্কা ও একটি চারের মারে সাজানো।
শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ধীর গতিতে রান তুলতে থাকে পাকিস্তান। একসময় ১৫০ হবে কি না প্রশ্ন ছিল তবে অধিনায়ক বাবরের ফিফটি এবং হাফিজ ও মালিকের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৮৯ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। হাফিজ ১৯ বলে ৩১ রান করে আউট হলেও মালিক করেন ১৮ বলে অপরাজিত ৫৪ রান। বোলিংয়ে স্কটল্যান্ডের কেউই সুবিধা করতে পারেনি। ৪ ওভারে ৪৩ রান খরচায় ক্রিস গ্রায়েভস নেন ২ উইকেট।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের দিন গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। তাদের সঙ্গী পাকিস্তান।