নেত্রকোনায় মদনের পল্লীতে খেলা করতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কান্দাপাড়ার সুমনের ছেলে তামিম(৩) ও একই গ্রামের লালনের মেয়ে সামিয়া(৭)। তারা সম্পর্কে মামাতো ভাই-বোন।
সামিয়ার দাদু নূরজাহান জানান, সামিয়া মঙ্গলবার ভোরে তার মায়ের সাথে কান্দাপাড়া নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে মা সামিয়াকে রেখে আমাদের বাড়িতে চলে আসে। ঐ দিন দুপুরে তার খোঁজে সামিয়ার নানার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। সেখানে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ডোবায় সামিয়ার মৃত দেহের সাথে সুমনের ছেলে তামিমের লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল জানান, বাঁশরী কান্দাপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মদন থানান ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে এলাকায় পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।