অকুস চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক সাবমেরিন বানানোর প্রযুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া। অল্প কয়েকটি দেশের হাতে এই প্রযুক্তি আছে। এখন পারমাণবিক সাবমেরিনের অভিজাত ক্লাবে ঢুকে পড়ছে অজিরাও। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। শুক্রবার (১ অক্টোবর) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়বকভ বলেছেন, আমরা অস্ট্রেলিয়ার এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। পরমাণু শক্তি চালিত সাবমেরিন পর্যাপ্ত সংখ্যায় পেয়ে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে একটি হয়ে যেতে পারে তারা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমানোর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং ভারত পারমাণবিক সাবমেরিন ব্যবহার করে। তবে ভারতের এমন সাবমেরিন মাত্র একটি। এত কম নিউক্লিয়ার সাবমেরিন তালিকার আর কোনো দেশের নেই।