পুত্র সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। শনিবার সকাল ১০টায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি।
জানা যায়, মা ও ছেলে দুইজনই সুস্থ আছে। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজ।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’
দীর্ঘ ৬ বছর প্রেম করে গত বছরের মার্চে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন মিরাজ। পরিবার প্রথমে প্রেমের বিয়েতে রাজি ছিল না। মিরাজের প্রায় দুই বছর লেগেছে মা-বাবাকে বোঝাতে। এই দম্পতিকে এখন অভিননন্দন জানাচ্ছেন সবাই।