1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
November 5, 2024, 12:12 am

পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু কক্সবাজারে

  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ২২, ২০২১
  • 369 বার পঠিত

কক্সবাজারে উখিয়া ও মহেশখালী উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনা এবং পুকুরে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

এর মধ্যে মঙ্গলবার (২২) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ও কোটবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ তারেক (২৫), একই এলাকার আব্দুল বারীর ছেলে আবুল কালাম আবু (২০) ও উখিয়া রাজাপালং ইউনিয়নের মালভিটাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (৩)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার কোটবাজার সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটে। একই এলাকায় সিএনজির ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়।

তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, একইদিন মঙ্গলবার সকালে মহেশখালীতে ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়া এলাকায় পুকুর থেকে মোহাম্মদ শাকিল (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শাকিল ওই এলাকার মুহাম্মদ ছলিম উল্লাহর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে বাড়ির কাজ শেষে ভাত খাওয়ার সময় শিশুকে খুঁজতে শুরু করে তার মা। অনেক খোঁজাখুজির পর পরেরদিন মঙ্গলবার সকালে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মা খাবার নিয়ে বসে আছে- আর সবার অগোচরে সন্তান পানিতে ডুবে আছে ব্যাপারটা খুবই মর্মান্তিক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park