নানা আয়োজনের মধ্য দিয়ে ইতালিতে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে ‘বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আহসান পিপুর পরিচালনায় ‘কেক কেটে’ জন্মদিন উদযাপন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউরোপের প্রবীণ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু।
আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ইতালি আওয়ামী লীগ ও অল-ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
এম এ রব মিন্টু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এক সময়ের জরাজীর্ণ বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর পেছনে যার অবদান সবচেয়ে বেশী তিনি হচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ নেতা মাসুদ সিদ্দিকি, মাহাবুব চৌধুরী, বাতেন হাওলাদার, স্বপন দাস, এডঃ আনিসুচ্ছামানসহ আরও অনেকে।
সভাশেষে রোম মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পালন করা হয়।