আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে বহনকারী আরেকটি বিমান ভারতে গতকাল শনিবার রাত ১০টায় পাঞ্জাবের অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এছাড়া আজ রোববার আরেকটি বিমান ভারতে এসে নামবে। প্রতি সপ্তাহে এমন দুটি করে বিমান যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসবে। যতদিন পর্যন্ত একজন অবৈধ অভিবাসীও থাকবে; ততদিন এই ফ্লাইট অব্যাহত থাকবে।
গত ৫ ফেব্রুয়ারি ১০৪ অবৈধ অভিবাসীকে নিয়ে প্রথম বিমানটি ভারতে আসে। মার্কিন সামরিক বাহিনীর ওই বিমানে যেসব অভিবাসীকে ফেরত আনা হয়েছিল, তাদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। সাধারণত এমনটি করা হয় দাগী আসামিদের সঙ্গে।
ভারতের বিরোধী দলীয় নেতা পি চিদাম্বরম এক্সে এক পোস্টে লিখেছেন, আজকের ফ্লাইটটি ভারতের কূটনীতির একটি পরীক্ষা। তারা দেখতে চান, আবারও তাদের দেশের নাগকিরদের হাত-পা শিকলে বেঁধে পাঠানো হয় নাকি।
তিনি বলেছেন, “অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করবে, এটির ওপর সব নজর থাকবে। তাদের হাত ও পা কী রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।”
গত ২০ জানুয়ারি শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ওইদিনই অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এরপর দেশটিতে শুরু হয় ধরপাকড়। ভারত ছাড়াও অন্যান্য দেশের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেহেতু ভারতের ভালো সম্পর্ক রয়েছে তাই তাদের দেশের নাগরিকদের প্রতি মার্কিনিদের এমন আচরণ সবাইকে অবাক করেছে। সূত্র: এনডিটিভি