কানাডা বঙ্গবন্ধু ফাউন্ডেশন বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নেবে । ঐ লক্ষ্য সামনে রেখে ফাউন্ডেশন আগামীতে বছর জুড়ে নানৃমুখী কর্মসূচি পালন করবে।শনিবার বিকেলে টরনটোর ডেনফোরথে কানাডা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আনন্দঘন ইফতার পার্টিশেষে এ কথা বলেন সভাপতি ডঃ হুমায়ুন কবির।
ফাউন্ডেশনের ইফতারে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাসান, মোতাহার হোসেন, ডঃ এম তোহা, শেখ জসিম উদ্দিন প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনটারিও আওয়ামীলীগ নেতা মাসুদ লিটন, ফায়জুল করিম, নওশের আলী এবং দূরবীণ ২৪ডট কম সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন, ডঃ মাহতাবউদদিন শাওনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।