বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাজধানী সেজেছে বর্ণিল সাজে। আলোর ঝলকানিতে রাজধানীর পুরো আকাশ হয়ে উঠে যেনো ঐশ্বর্য্যময়। রাজধানীর আকাশে যেদিকে চোখ যায় সেদিকেই আতশবাজির ফুলকি।
রংয়ের ঝলকানিতে রাজধানীর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেজেছে নতুন আঙিকে। এমনকি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কেও জন্মবার্ষিকীর ব্যানার-পোস্টার চোখে পড়ে।
পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার প্রদর্শনীর আয়োজনও চোখে পড়ে। বাহারি রঙের আলোর এই উৎসব উপভোগ করতে উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।