মোশাররফ হোসেন : জাতির জনক ও বাংলাদেশের স্থপতি হাজারবছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ । একইসাথে দূরবীণ অনলাইন নিউজ পোর্টালের জন্মদিন আজ । জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২০ সালের ১৭ মার্চ বাংলাদেশ ও কানাডা থেকে দূরবীণ যাত্রা শুরু করেছিল ।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর সময় দূরবীণ প্রথম জন্মবার্ষিকী পালন করছে। “দূরবীণ সময়ের কথা বলবে” । একইসাথে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাতায়নের সংবাদ
ও নিবন্ধ প্রকাশ করবে । এতে দেশ , সমাজ ও রাষ্ট্রের সকল কল্যাণকামী বিষয়কে ̧রুত ¡সহকারে মানুষের জন্য তুলে ধরবে । দেশের উন্নয়নের অগ্রযাত্রায় দূরবীণ বিশেষ ভুমিকা রাখবে । সকল মিডিয়ায় ইতিবাচক সংবাদ ও নিবন্ধ হবে আমাদের আদর্শ পথচলা ।
গেল বছর করোনা মহামারিতে বাংলাদেশসহ বিশজুড়ে ১২কোটির বেশী মানুষ মারা যাওয়ায় দুরবীন সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছে । সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে । বদলে যাওয়া জীবনে এগিয়ে গিয়ে নতুন দিনের পথচলার কাজ করতে হবে । আমাদের সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের দূরবীণের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন ।সকলের কল্যাণ কামনা করি ।দূরবীণ পড়ুন ও আমাদের
বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন ।
দূরবীণ টিমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন , ব্যবস্থাপক নজরুল ইসলাম ,সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান সাগর জন্মদিনে সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিনন্দন
দূরবীণের জন্মদিনে আমাদের সকল পাঠক ও শুভানূধ্যয়ীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন । সকলের আন্তরিক সহযোগিতা হোক আমাদের আগামী পথচলা ।
করোনা মহামারিতে সকল মানুষের জন্য প্রাণভরে দোয়া করি ।সকলের কাছে আমরা দোয়া চাই ।
আল্লাহতায়ালা মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাকে নতুন জীবন দান করেছেন বলে আমি কৃতজ্ঞ । হাজার শোকরিয়া জানাই পরম করুনাময় আল্লাহতায়ালাকে