বাংলাদেশি বোলারদের পাত্তা না দিয়েই প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষ করল পাকিস্তান। শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রান করেছে বাবর আজম বাহিনী। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ১৮৫ রানে।
পাকিস্তান ওপেনার আবিদ আলি রয়েছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, ১৮০ বলে ৯৩ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অন্য প্রান্তে অভিষিক্ত আবদুল্লাহ শফিক হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। ১৬২ বলে তার ব্যাট থেকে এসেছে ৫২ রান। বাংলাদেশের হয়ে ৩৯ রান ব্যয় করেছেন টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম। ৩৩ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিন ব্যাটিংয়ে দাপট দেখানো বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় দিনের শুরুতেই। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন হাসান আলি।
প্রথম দিনে শতক করেছিলেন লিটন দাস, ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সবার আশা ছিল দ্বিতীয় দিনে নিজের শতক পূর্ণ করবেন মুশি। তবে সেটি আর হয়নি। নার্ভাস নাইনটিতে আউট হন তিনি। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দেন মুশফিক। মুশফিক আউট হয়েছেন ৯১ রানে। মেহেদী হাসান মিরাজ ছিলেন ৩৮ রানে অপরাজিত। মেহেদী বাদে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, যার ফলে ৩৩০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই প্রথম দিনের শতক করা লিটন দাসকে হারায় বাংলাদেশ। লিটন-মুশফিকের ২০৪ রানের জুটি ভাঙ্গে হাসান আলি। লিটনকে এলবিডব্লিউ করেন হাসান আলি। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ রানে সাজঘরে ফেরেন টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলি। হাসান ছাড়াও পাকিস্তানের হয়ে পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ। সাজিদ খান নেন এক উইকেট।