খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পারিক বোঝাপড়া ভালো হলে দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।
আজ সোমবার তার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোবাইস্বামীর এক সৌজন্য সাক্ষাৎকালে সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন। এ সময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
বিক্রম দোবাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলেই এই কোভিড-১৯ মহামারীর সময় আমরা এক সঙ্গে কাজ করেছি।
তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক আছে বলেই এটা সম্ভব হয়েছে।
সাক্ষাৎকালে তারা মধু, দুগ্ধজাত দ্রব্য, খাদ্যপণ্যের মানোন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্য গুদাম নির্মাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা ভবিষ্যতেও দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন ।
এ সময় খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন। বাসস