বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাজারে বিক্রয়ের সময় ৩৯টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ সময়ে কচ্ছপ শিকারের অপরাধে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলো- ব্যবসায়ী বকুল হীরা ও সুভাষ হালদার। তাদের বাড়ি চিলমারী উপজেলার উমাজুড়ি ও খাসেরহাট এলাকায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম আহরণ নিষিদ্ধ কচ্ছপ বিক্রির অভিযোগে আটক ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন বলে জানা গেছে।
জানা যায়, বুধবার বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক রাজু আহমেদের নেতৃত্বে চিতলমারীর মাছবাজার থেকে ৩৯টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করে।
আটকরা দীর্ঘদিন ধরে ওই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আহরণ ও বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ শিকার করে আসছিল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ ও বিক্রয় নিষিদ্ধ। তার পরও চিতলমারীর কতিপয় অসাধু ব্যক্তি কচ্ছপ শিকার করে বাজারে বিক্রি করছেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সাত সদস্যের একটি দল বুধবার বিকালে চিতলমারী মাছবাজারে অভিযান চালিয়ে ৩৯টি কচ্ছপসহ ওই দুজনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে আটকদের সতর্ক করে তাদের ছেড়ে দেয়া হয়।