স্পোর্টস ডেস্ক : ৩ সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি। চলবে তিনদিন। এরই মধ্যে বাফুফের নির্বাহী কমিটির দুই কর্মকর্তা নির্বাচন পেছানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বাফুফে নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে।
নির্বাচন কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন বলেন, ‘গঠণতন্ত্রে এ ক্ষমতা দেয়া নির্বাহী কমিটিকে। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো আবেদন আমলে নিতে পারে না। ’
জানা গেছে, বাদল রায়ের মতো সদস্য ফজলুর রহমান বাবুলও নির্বাচন পেছানোর জন্য একই ধরনের চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন প্রধান ও বাফুফে সভাপতিকে।
চিঠিতে বাদল রায় উল্লেখ করেন, ‘কমপক্ষে ২০ জন ডেলিগেট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন। তারা কীভাবে মনোনয়নপত্র গ্রহণ করবে এবং জমা দেবে। তাছাড়া মাত্র চারদিনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেয়া সম্ভব কি?’
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন।