বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বিএনপিকে আদালত থেকে তার জামিন নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে কামরাঙ্গীরচরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সরকারের যতটুকু মানবিকতা দেখানোর ছিল, তা দেখানো হয়ে গেছে।’
তিনি আরও বলেন, বিএনপি কিছুদিন পরপরই আন্দোলনের হুমকি দেয়। আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফীর উপস্থিতিতে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।