যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি অত্যন্ত ৬০টি দেশে পাওয়া গেছে। বুধবার (২০ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাস বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। টিকা সহজলভ্য না হওয়া পর্যন্ত সংক্রমণ কিভাবে কমিয়ে আনা যায় দেশে দেশে সে চেষ্টাই চালানো হচ্ছে।
বিশ্বস্বাস্থ সংস্থা তার সাপ্তাহিক আপডেটে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় ছড়ানো নতুন ধরনের করোনার সাথে যুক্তরাজ্যের করোনার মিল রয়েছে। এটি খুবই সংক্রামক। বিশ্বস্বাস্থ সংস্থার, তথ্যমতে গত সাতদিনে করোনায় রেকর্ড পরিমাণ ৯৩ হাজার লোক মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ মানুষ। আল জাজিরা।