1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 17, 2025, 3:58 pm

ভারতীয় অভিবাসীদের হাত-পা বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
  • 19 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ অবৈধ ভারতীয়কে নিয়ে গতকাল বুধবার পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভিবাসীর হাতপা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত প্রায় একদিনের সমান ফ্লাইট ছিল। তবে এই পুরা সময়টায় ওই ভারতীয়দের হাত-পা বাঁধা ছিল কি না, সেটি নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রল মাইক্রো ব্লগিং সাইট এক্সে হাত-পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস ২৪ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “সফলভাবে বিদেশিদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা। অভিবাসন আইন প্রয়োগে আমরা বদ্ধপরিকর— এই অভিযানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।” যারা অবৈধপথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে সতর্কতা দিয়ে এই কর্মকর্তা বলেছেন, “যদি আপনি অবৈধপথে আসেন, আপনাকে ফেরত পাঠানো হবে।”

এদিকে ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলা, এতে ব্যবহার করা হয়েছে দেশাত্মবোধক গান। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান বাহিনীর সি-১৭ পরিবহণ বিমানের পেছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা অবৈধ অভিবাসীদের প্রবেশ করানো হয়। ওই সময় তাদের হাঁটতে বেগ পেতে হচ্ছিল, যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে। সাধারণত বড় দাগী আসামি অথবা যুদ্ধবন্দিদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়।

ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে পেছনে ওঠেন মার্কিন সেনারা। ওই অভিবাসীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ ও কর্মকর্তা ভারতে এসেছেন।

তবে এই ভারতীয়দের বেশিরভাগই দালালদের দ্বারা প্রতারিত হয়েছন। তারা লাখ লাখ রুপি খরচ করে যুক্তরাষ্টে গেছেন। কিন্তু দালাল তাদের বৈধ পথে না নিয়ে অবৈধ পথে নিয়ে গেছে। সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park