1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 12, 2025, 6:30 am
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কাজে বিশ্বব্যাংকের সহায়তা পুনর্ব্যক্ত এ‌প্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদির রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু ডিগ্রি পেতে কানাডা পাড়ি, তারপর ‘উধাও’ ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই আমাদের মঙ্গল: সুপ্রদীপ চাকমা রঙ করে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবুরের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল কোনো দলের পক্ষে বা বিপক্ষে থাকতে চাই না: সিইসি সোনা পাচারের সময় বেবিচকের নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

ভারতে বাংলাদেশি নারী ধর্ষণের ঘটনায় মিশনের কাছে তথ্য চাওয়া হয়েছে

  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
  • 16 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের পূর্ব দিকে কালকেরে হ্রদের কাছ থেকে গত শুক্রবার বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভারতে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে বিস্তারিত তথ্য জানতে নির্দশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

রফিকুল আলম বলেন, বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে তার বিষয়ে সংশ্লিষ্ট মিশনের কাছে জানতে চাইতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেলে আমরা এটা জানতে পারব। আমাদের মিশনকে এ ব্যাপারে নির্দিশনা দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের পূর্ব দিকে কালকেরে হ্রদের কাছ থেকে গত শুক্রবার বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

সীমান্ত উত্তেজনা, অন্যদিকে সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকিশনের আয়োজনে দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারের গুরত্বপূর্ণ উপদেষ্টাদের উপস্থিতি। ভারতের সঙ্গে সম্পর্কে বরফ খানিকটা গলতে শুরু করেছে কিনা-এমন প্রশ্নে মুখপাত্র বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে মেকানিজম আছে এগুলোর মধ্য দিয়ে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব।

তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক আশা করে বা প্রত্যাশা। এখানে (প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে) উপস্থিতি এটাকে আলাদাভাবে দেখার কোনো কারণ আমি দেখছি না। এটা স্বাভাবিক একটা ঘটনা। আমরা সবসময় মনে করি, বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের কাযক্রম সেভাবে পরিচালিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথের পর ওয়াশিংটনে ভারত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনায় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। সে বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য জানতে পেরেছে কিনা-প্রশ্ন রাখলে মুখপাত্র বলেন, এ বিষয়ে পাবলিক ডোমেনে যতটুকু দেখা গেছে এর বাইরে আমরা কেউ কিছু জানি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, এতকুটু পর্যন্ত। ওনাদের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার অবস্থান করার কোনো সুযোগ ছিল না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park