মোশাররফ হোসেনঃ টরনটোয় রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত টানা তুষারপাতে সাদা হয়ে গেছে। আবহাওয়া খবরে সিপি২৪ বলছে ২৫ থেকে ৩০ সেন্টিমিটার তুষারপাত হতে পারে। তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের বোস্টন, কিলিভলেযানডসহ কানাডার অন্টারিও প্রদেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
টরনটোর রাস্তায় নেমে সে কী বিপদ! জরুরি গাড়ি চলাচল ও গো ট্রেন, পাতাল রেল চললেও বাস কম। কেনেডির টেরেন বন্ধ। শাটল বাস দেযা হলেও অফিস গামীদের সীমাহীন দুর্ভোগ পড়তে হয়।
কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান তুষারপাত জনজীবন স্থবির হয়ে পড়েছে। তবে থেমে নেই কর্ম জীবন।
বিশশোবিদদালয়, কলেজ ও ইস্কুল বন্ধ। অনলাইন ক্লাস হচ্ছে। ওমিক্রন একদিনে কানাডার পরিস্থিতি অবনতি হয়েছে। অন্টারিও ও কুইবেকে প্রতিদিন গড়ে ১০ হাজার সংক্রমিত হচ্ছে। পাশাপাশি বুস্টার ডোজ টিকা দেয়া হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত।