নিজস্ব প্রতিবেদক : ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও প্রায় ৭০০ বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। ক্রাইম কন্ট্রোলে (অপরাধ নিয়ন্ত্রণে) এদের ফেরাতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সরকার যোগাযোগ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও তারা বাংলাদেশে অবস্থান করছেন। এ রকম বিদেশি রয়েছেন প্রায় ৭০০ জন। এ মধ্যে কয়েকটি দেশ উল্লেখযোগ্য, ইভেন মিয়ানমারও রয়েছে। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছি, তাদের ফিরিয়ে নেয়ার জন্য।
তিনি আরও বলেন, অ্যাম্বাসিগুলো যদি কোনো উৎসাহ না দেখায় তাহলে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য, এ বিদেশিরা যারা ক্রাইম করছে সেগুলো কন্ট্রোল করার জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক দেশের নাগরিক রয়েছেন তাদের দূতাবাস বাংলাদেশে নেই- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইসব দেশে যোগাযোগ করা হচ্ছে। যোগাযোগ করে তাদের ব্যবস্থা নিচ্ছে। অ্যাম্বাসি না থাকলে কী হয়েছে দেশটি তো রয়েছে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের একটা অনুমতি লাগবে। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। কোনো ক্ষেত্রে সে অনুমতি না নিয়ে মামলা করা হলে সেটা বিচারবিভাগ দেখবেন। আমাদের কাছে যদি এ ধরনের কোনো বিষয় কেউ তুলে ধরে তাহলে আমরা বিচারবিভাগের পরামর্শ নিয়ে যা করণীয় করব।