স্পেনে নিজের মাকে হত্যার পর তার মাংস খাওয়ার ঘটনায় এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জানা যায়, ঘটনাটি ঘটেছিলো ২০১৯ সালে। ২৮ বছর বয়সী আলবের্তো সানচেজ গোমেজকে তার মায়ের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার মায়ের শরীরের কিছু অংশ প্লাস্টিক কন্টেইনার ও বাড়ির আশপাশ থেকে উদ্ধার করে পুলিশ।
আদালতে সানচেজ বলেন, ওই হত্যাকাণ্ডের সময় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তবে আদালত তার যুক্তি খারিজ করে দিয়েছেন।
বিবিসি জানায়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় সানচেজকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মৃতদেহ বিকৃত করার ঘটনায় আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ বাবদ তার ভাইকে ৬০ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সেদিন মারিয়া সোলেদাদ গোমেজের বিষয়ে তার এক বন্ধু উদ্বেগ প্রকাশ করার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পূর্বাঞ্চলীয় মাদ্রিদে তার বাড়িতে পৌঁছায় পুলিশ।
আদালতে সানচেজ জানান, মায়ের সঙ্গে তর্ক-বিতর্কের হয় তার। পরে মাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। তখন সানচেজের বয়স ছিল ২৬ বছর।
এরপর তার মায়ের শরীর কেটে টুকরো টুকরো করেন সানচেজ। পরবর্তী দুই সপ্তাহ ধরে তার মায়ের শরীরের মাংস রান্না করে খায় সে। কিছু অংশ তার কুকুরকেও খাওয়ায়।