বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত ভোরে উত্তরার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ জোহর উত্তরার ১৩নং সেক্টরে গাউসুল আযম জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে যশোরের মনিরামপুরে নিজের প্রতিষ্ঠিত শ্যামকুড় মাঝের পাড়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
মো. মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।