য়ানমারে চলমান সহিংসতার অবসান ঘটাতে পাঁচটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন অ্যাসোসিয়েশন অব দক্ষিণ-পূর্ব এশীয় নেশনসের (আসিয়ান) নেতারা। আজ শনিবার (২৪ এপ্রিল) জাকার্তায় মিয়ানমার জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা এ কথা জানান। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ান নেতাদের সামিটে মিয়ানমারে তাৎক্ষণিকভাবে সহিংসতা বন্ধ এবং দেশটির সকল পক্ষকে চূড়ান্ত সংযম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। একইসঙ্গে বিক্ষোভকারীদের ওপর অত্যাচার বন্ধ করতে জান্তা প্রধানের প্রতি আহ্বান জানান তারা।
আরও পড়ুন:
পরকীয়ার জেরে খাবার স্যালাইনে বিষ দিয়ে স্বামীকে হত্যার চেষ্টা
বিবৃতিতে বলা হয়েছে, জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করতে হবে। এক্ষেত্রে সংলাপের মধ্যস্থতা করবেন আসিয়ান চেয়ারম্যানের বিশেষ দূত। সংস্থার পক্ষ থেকে মানবিক সহায়তাও সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে বিশেষ দূত এবং প্রতিনিধি দল মিয়ানমার সফর করবেন, বিবৃতিতে উল্লেখ করা হয়।
সামিটে রাখাইনে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন নেতারা। বিশেষ করে বাংলাদেশে মানবিক আশ্রয় নেওয়া প্রায় ১ মিলিয়ন রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে আনার ব্যাপারে জান্তা প্রধানকে পরামর্শ দেন তারা। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে স্বেচ্ছাসেবী, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পদ্ধতিতে এ কাজ করতে বলেন।
আজ সামিটে উপস্থিত ছিলেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনহ, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্দিনই, ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টিওডোরো লোকসিন জুনিয়র, লাওসের পররাষ্ট্রমন্ত্রী সেলুমেক্সে কমমাসিথ এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।