বার্সেলোনা থেকে মঙ্গলবার পিএসজিতে এসেছেন লিওনেল মেসি। স্পেনের ক্লাব ছেড়ে মেসির প্যারিসে আসার পেছনে নেইমারের অবদান রয়েছে।
এমনটি জানিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বলেছেন, আমার পিএসজিতে আসার পেছনে নেইমারও অন্যতম এক কারণ। অন্যান্য সতীর্থদের সঙ্গে খেলতেও তর সইছে না আমার।
পিএসপিজতে এসে বুধবার প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মেসি আরও বলেন, আমি নেইমারকে অনেক আগে থেকেই চিনি। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনেহয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা।